Home » ‘জাতীয় দৈনিক’ আবার কী ?

‘জাতীয় দৈনিক’ আবার কী ?

by admin

সংবাদপত্র ও প্রকাশনা সংক্রান্ত কোনো আইনে ‘জাতীয় দৈনিক’ শব্দের উল্লেখ নেই। নেই আইনগত কোনো সংজ্ঞা বা স্বীকৃতি। এমনকি এই শব্দ ব্যবহার করে বাড়তি সুবিধা লাভের কোনো সুযোগও নেই। তারপরও দেখবেন ঢাকা থেকে প্রকাশিত অনেক পত্রিকা তাদের ট্যাগলাইন বা লোগোতে ‘জাতীয় দৈনিক’ শব্দটি লিখে থাকেন। এসবের মধ্যে বেশিরভাগই আন্ডারগ্রাউন্ড পত্রিকা। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোকে এমনটি করতে খুব একটা দেখা যায় না। তাহলে এই ট্রেন্ড কোথা থেকে আসলো???

তথ্যমতে, ঢাকা থেকে প্রকাশিত যেসব পত্রিকা সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলায় সর্বত্র পাওয়া যায় সেগুলোকে মফস্বলে জাতীয় পত্রিকা হিসেবে উল্লেখ করা হয়। সেদিক থেকে বিবেচনা করলে হাতেগুনা কয়েকটি পত্রিকা দেশের সর্বত্র সহজলভ্য। অথচ সেসব জনপ্রিয় পত্রিকাগুলো ‘জাতীয় দৈনিক’ শব্দটি ব্যবহার করে না।

অপরদিকে যেসব পত্রিকা সর্বত্র পাওয়া যায় না, মাঝে মাঝে ছাপা হয় বা ছাপলেও তা কেবল বিজ্ঞাপনদাতার কাছে পৌঁছানো হয়। তারাই ব্যবহার করছেন ‘জাতীয় দৈনিক’ শব্দটি। প্রচারসংখ্যায় বা সকল পর্যায়ের পাঠকের কাছে সহজলভ্যতার দিক থেকে এসব পত্রিকা ‘জাতীয় দৈনিক’ না হতে পারলেও। এরা স্বঘোষিত ‘জাতীয় দৈনিক’ ঠিকই হয়ে দেখিয়েছে। এমন কিছু সংখ্যক পত্রিকার মালিক/সম্পাদক হয়তো বলতে পারেন, তারা এমনটা মনের খুশিতে করেন। কিন্তু নামসর্বস্ব এমন বেশিরভাগ পত্রিকা সংশ্লিষ্টরা ‘জাতীয় দৈনিক’ ট্যাগ ব্যবহার করে ধান্ধাবাজিতে লিপ্ত।

মূলত আন্ডারগ্রাউন্ড পত্রিকাকে শুধুমাত্র নামের দিক থেকে উচ্চস্তরে নিয়ে যাওয়ার জন্য এই ‘জাতীয় দৈনিক’ শব্দের বেপরোয়া ব্যবহার। যাতে এদের ধান্ধবাজি আর মিডিয়ার প্রভাব খাটানো অনেকটা সহজ হয়।

অনেক নামসর্বস্ব সংগঠনের ক্ষেত্রেও ‘জাতীয়’ শব্দ ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়। যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতীয় পাখি বা জাতীয় পশু কী সবাই বলতে পারবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয়, জাতীয় দৈনিক পত্রিকা বা জাতীয় সংগঠন কোনগুলো। তাহলে উত্তর দেয়া খুব কঠিন। নামের দিক থেকে এসব পত্রিকা বা সংগঠন অসংখ্য। যত্রতত্র ‘জাতীয়’ শব্দের ব্যবহার রুখতে হবে।

লেখা: সজিব খান, সাংবাদিক।

You may also like

Leave a Comment