একাধিক পদে লোকবল নেবে সংবাদ ভিত্তিক বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশনটিতে প্রযোজক, সহযোগী প্রযোজক, সহকারি প্রযোজক নিয়োগ করা হবে। পাশাপাশি একাত্তর অনলাইনের জন্য নেওয়া হবে নিউজ এডিটর, নিউজরুম এডিটর।
স্নাতকোত্তর ও দুই থেকে দশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহীরা ১৫ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। সিভি পাঠাতে হবে azaad@ekattor.tv এই ইমেইলে।