ছবির পরিচালক শ্যাম বেনেগাল বলেছেন, “৯০ সেকেন্ডের ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক না।” পরিচালক তার বক্তব্যে একবারও বলেননি এটা আন অফিসিয়াল ট্রেলার। এছাড়া যেই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম ট্রেলারটি প্রকাশ করা হয় “এনএফডিসি ইন্ডিয়া” সেখানে টাইটেলে লেখা হয়েছে “অফিসিয়াল ট্রেলার”।
এদিকে অভিনেতা আরিফিন শুভ গতকাল সময়ের আলোকে দেয়া এক ইন্টার্ভিউতে বলেছেন, “ট্রেলারটি অফিসিয়াল নয়।” তিনি এও বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এটা বানানো হয়েছে।
এখন আমার প্রশ্ন হলো-
১. বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হচ্ছে ফ্রান্সের “কান চলচ্চিত্র উৎসব”। আর এতো বড় একটা উৎসবে তারা তড়িঘড়ি করে বানানো একটা “আন অফিসিয়াল” ট্রেলার নিয়ে চলে গেলো!!!! ইহা কোন লেভেলের মূর্খতা? বিষয়টাকে আরো গুরুত্বের সঙ্গে দেখা উচিত ছিল না?
২. এটা যে আন অফিসিয়াল ট্রেলার সেটা কি ছবির পরিচালক জানতেন না? তিনি একবার বললেন না কেনো?
৩. ট্রেলারটি নিয়ে মূলত সমালোচনা হয়েছে আরিফিন শুভর অভিনয়, বাচনভঙ্গি আর একটি বক্তব্য নিয়ে। সেগুলো তো ছবির এক একটি খণ্ডচিত্র। ট্রেলারের জন্য কি আলাদাভাবে শ্যুট করা হয়, আলাদাভাবে আরও সুন্দর করে ডায়লগ দেয়া হয়? জানতাম না।
৪. এতো বড় একটা উৎসবে কোনো ট্রেলার প্রিমিয়ার করতে হলে অবশ্যই কিছু নিয়ম-কানুনের মধ্য দিয়ে যেতে হয়। যেসব কাজ ছবির পরিচালক/প্রযোজক প্রতিষ্ঠানকে করতে হয়, ট্রেলারসহ প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করা ইত্যাদি। পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠান যেটাকে অ্যাপ্রোভ করে প্রিমিয়ারের জন্য পাঠায় সেটা আন অফিসিয়াল কিভাবে হয়?
লেখা: সজিব খান, সাংবাদিক