সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের কারণে এখন যে কোনো তথ্য মুহূর্তেই ছড়িয়ে যায়। তথ্য প্রবাহের এই গতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া খবর বা ফেক নিউজের সমস্যা। ভুল তথ্য বিশ্বাস করে বিভ্রান্ত হওয়া বা ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই, ফেক নিউজ চেনার কিছু কার্যকর কৌশল জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আসুন, দেখে নেই কিভাবে আমরা ফেক নিউজ শনাক্ত করতে পারি।
শিরোনাম যাচাই করুন
ফেক নিউজ সাধারণত মনোযোগ আকর্ষণ করার জন্য আকর্ষণীয়, বিতর্কিত বা অবিশ্বাস্য শিরোনাম ব্যবহার করে। যদি কোনো শিরোনাম অতি রকমের চমকপ্রদ বা অতিরঞ্জিত মনে হয়, তাহলে সেটি সম্ভবত ভুয়া খবর হতে পারে। শিরোনামের সাথে খবরের মূল বিষয়বস্তুর সামঞ্জস্য আছে কিনা তা যাচাই করা উচিত।
সূত্র যাচাই করুন
বিশ্বস্ত সূত্র থেকে প্রকাশিত খবর সাধারণত নির্ভরযোগ্য হয়। যদি কোনো খবর এমন একটি ওয়েবসাইট বা সোর্স থেকে আসে যা আপনি আগে কখনও শোনেননি বা যেটি অনির্ভরযোগ্য মনে হয়, তাহলে সেটি যাচাই করা উচিত। বিশ্বস্ত নিউজ পোর্টাল এবং নামকরা সংবাদ সংস্থা থেকে প্রকাশিত খবরকেই প্রাধান্য দিন।
সংশ্লিষ্ট ব্যক্তি/সংস্থাকে যাচাই করুন
ফেক নিউজে প্রায়ই অস্পষ্ট বা কাল্পনিক উৎস এবং ব্যক্তির নাম ব্যবহার করা হয়। নিউজে উল্লিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামগুলো গুগলে সার্চ করে দেখুন তারা আসল কিনা। যদি কোনো নাম বা সংস্থার অস্তিত্ব না থাকে বা খুঁজে না পান, তাহলে তা ভুয়া হতে পারে।
ফটো এবং ভিডিও যাচাই করুন
ফেক নিউজে ভিন্ন প্রসঙ্গের বা পুরনো ছবি ও ভিডিও ব্যবহার করা হয়। আপনি ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করতে গুগল রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করতে পারেন। কোনো ভিডিও বা ছবির উৎস ও সময় সঠিক কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ভালোভাবে তা খতিয়ে দেখা উচিত।
আবেগতাড়িত খবর থেকে সাবধান
ফেক নিউজ প্রায়ই আমাদের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করে। যদি কোনো খবর পড়ে আপনি খুব বেশি রাগান্বিত, আতঙ্কিত বা উচ্ছ্বসিত হন, তাহলে সেটি যাচাই করার চেষ্টা করুন। আবেগের ওপর নির্ভরশীল খবর সাধারণত মনগড়া বা বিভ্রান্তিকর হয়।