Home » মেট্রোরেলের আয় নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে

মেট্রোরেলের আয় নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে

by admin

ছয় মাসে যেই ১৮ কোটি ২৮ লাখ টাকা আয়ের কথা বলা হচ্ছে সেটি ছিল মেট্রোরেল চালুর প্রথম ছয় মাসের হিসাব (২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত)। যখন কিনা শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলতো। এবং প্রথমে ওই টুকু অংশের সব স্টেশন চালু ছিল না। উদ্বোধনের তিন মাস পর ২০২৩ সালের মার্চের ৩১ তারিখে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন চালু হয়। অর্থাৎ প্রথম ৬ মাসের পুরোটা সময় মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশটুকু ফুল অপারেশনে ছিল না। অন্যদিকে মাত্র ১৮ দিনে যেই ২০ কোটি ৬৭ কোটি টাকা আয়ের কথা বলা হচ্ছে সেটা হলো চলতি সেপ্টেম্বরের হিসাব। যার কিনা ১০ মাস আগে মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন সচল হয়। এবং মেট্রোরেলের অধিকাংশ যাত্রী মতিঝিলগামী। তাই এখানে যদি দুর্নীতি হয়েও থাকে সেটা নিয়ে নিউজ হতে পারে। কিন্তু উদ্বোধনের প্রথম ৬ মাসের সঙ্গে (যখন কিনা পুরোপুরি চালু হয়নি) বর্তমানের ১৮ দিনের তুলনা করে হিসাব দেখানো অপতথ্য।

Leave a Comment